স্পোর্টস ডেস্কঃ মাত্র ৯ রানের জন্য ক্যারিয়ারের ২৩তম ওয়ানডে সেঞ্চুরিটা পাননি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ রানের ইনিংস খেলেই দারুণ এক কীর্তি গড়েছেন তিলকারত্নে দিলশান। ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে শ্রীলঙ্কান ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড যে এখন তারই।
বৃহস্পতিবার নেলসনে সিরিজের তৃতীয় ওয়ানডে ৯১ রান করে রান আউটে কাটা পড়েন দিলশান। এই ইনিংস নিয়ে এ বছর ওপেনিংয়ে নেমে ১২০৭ রান করেছেন এই ডানহাতি।
এর আগে ২০০১ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কান ওপেনার হিসেবে ১২০২ (৩৩ ইনিংসে) রান করেছিলেন সনাৎ জয়সুরিয়া। প্রাক্তন এই হার্ডহিটার ব্যাটসম্যানের ১৪ বছরের অক্ষত রেকর্ডটা এবার ভেঙে দিলেন দিলশান, তাও আবার জয়সুরিয়ার চেয়ে ৯ ইনিংস কম খেলে।
এ ছাড়া ২০১৫ সালে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বছর শেষ করলেন দিলশান। এ বছর ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ১৪৮৯ রান। ১৩৭৬ রান নিয়ে গাপটিলের পরে আছেন তারই স্বদেশী কেন উইলিয়ামসন।