কুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ গত বছর বাংলাদেশের চলচ্চিত্রজগতে এসেছেন ১৩ জন নতুন নায়িকা, নায়ক তিনজন। কিন্তু এঁদের মধ্যে কয়েকজন ভালো অভিনয়ের মাধ্যমে বেশ কয়েকটি ছবিতে সুযোগ পেলেও হতাশ করেছেন বাকি সবাই। পরিচালক ও সিনিয়র শিল্পীদের অভিযোগ, শিল্পী হওয়ার আগেই এরা নিজেদের তারকা ভাবতে শুরু করে দিচ্ছেন! একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের তো কথাই এমন, ‘সবাই এখন তারকা, শিল্পী কম!’
শাবনুর বলেন, ‘স্টার বা সুপারস্টার আসলে আল্লাহর দান। কেই চাইলেই তারকা হতে পারে না। যে অভিনয়শিল্পী একমনে নিজের কাজটি সঠিকভাবে করে যাবেন তিনি যদি যোগ্য হন, তবে অবশ্যই তাঁর একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। একটি চরিত্র নিজের মধ্যে ফুটিয়ে তোলা অনেক কষ্টের কাজ। এই কাজটি করতে হয় অনেক যত্ন নিয়ে। কিন্তু আমার মনে হয়, এখন যাঁরা কাজ করছেন, তাঁদের অনেকেই অভিনয়ের প্রতি সিরিয়াস নন। তারকাখ্যাতির পেছনেই তাঁরা বেশি ছুটছেন। ভালো কাজের ফল হিসেবে খ্যাতি আসে, শুধু কাজ করলেই হবে না। সবাই এখন তারকা, শিল্পী কম!’
অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠার জন্য শাবনুর গুরুত্ব দিয়েছেন ভালো কাজ এবং নিজের ভূমিকা নিয়ে মনোযোগী হওয়ার। তিনি বলেন, ‘ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, একজন শিল্পী কোন চরিত্রে অভিনয় করছে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা করছে সেটা কেমন করছে। ছোট একটা চরিত্র যদি একজন শিল্পী ফুটিয়ে তুলতে পারে, তখনো কিন্তু সে নিজের অভিনয়ের জন্য প্রশংসা পাবে। আমার মনে হয় নতুনরা সংখ্যার পেছনে ছুটছেন, কে কত বেশি ছবিতে অভিনয় করতে পারেন। এত সংখ্যা বাড়িয়ে লাভ কী, শুধু সাময়িক কিছু টাকাই আসবে। কিন্তু ছবির সংখ্যা বাড়বে না, কারণ এই ছবি মুক্তির পর কেউ দেখে না। দুদিন পর মনে রাখে না। অভিনয়ের প্রতি ভালোবাসাই পারে একজন শিল্পী তৈরি করতে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/01-01-2016/মইনুল হোসেন