গ্রেড উন্নীত করণেরর দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) গৃহীত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করা
হচ্ছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণি কর্মচারীরা কর্মবিরতি দিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেয়।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে অংশ নেন-অফিস সুপারিনটেনডেন্ট এ কে এম মহিউদ্দিন, সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মন, উচ্চমান সহকারী মো.জসিম উদ্দিন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আবু সায়েদ খান, সাটিফিকেট সহকারি রাফিউল হক, একাউনটেন্ট ক্লাক বেগম রুফিয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির অফিস সহকারী মো.ফজলুর রহমান প্রমুখ।