muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারে জনপ্রিয় ফার্মেসী, স্বপন ষ্টোর ও জসিম ষ্টোরে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় ভূক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারা ও ৫১ ধারা লঙ্গনের অপরাধে জনপ্রিয় ফার্মেসীর স্বত্বাধীকারী মোঃ শাহীন মিয়াকে ৩ হাজার টাকা, স্বপন ষ্টোরের স্বত্বাধীকারী মোঃ স্বপন মিয়াকে ২ হাজার টাকা ও জসিম ষ্টোরের মনির মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ মিনহাজ উদ্দিন ভূঁইয়া ও কুলিয়ারচর থানা পুলিশ সদস্যবৃন্দ।

Tags: