কিশোরগঞ্জের ভৈরবে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী শহীদ আইভি রহমানের নামে স্টেডিয়ামটি উদ্বোধন করেন তাদের সন্তান বিসিবি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।
স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে সদ্য বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দলের ছয়জন তারকা খেলোয়াড়ের অংশগ্রহণে লাল দল ও সবুজ দলের মধ্যকার একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়।