muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আইপিএলের ৯ম আসরের শীর্ষ ১০ দামি খেলোয়াড়

IPL
স্পোর্টস ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি নয়, বরং আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে গেলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক, ভারতীয় ব্যাটিং লাইন-আপের নির্ভরতার প্রতীক বিরাট কোহলি।

আসন্ন আইপিএলের ৯ম আসর সামনে রেখে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রাখার জন্য আইপিএল কর্তৃপক্ষ থেকে আরোপিত সমস্ত নিয়ম-নীতি মেনে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে ধরে রাখে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। এতে করে খেলোয়াড়দের কেনা দামের তুলনায় একটু বেশি অর্থ গুণতে হচ্ছে দলগুলোকে। তবুও দলের স্বার্থে প্রচুর অর্থ ব্যয় করতেও পিছপা হচ্ছেনা দলগুলি।

আর এমনটিভাবেই ১২.৫০ কোটি টাকা দিয়ে কেনা বিরাট কোহলিকে পরের আসরের জন্যও দলে ধরে রাখতে অতিরিক্ত আরো ২.৫ কোটি অর্থ গুণতে হতো ব্যাঙ্গালোরকে। আর ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি সেই নিয়ম মেনে নেওয়ায় ১৫ কোটি রূপি একই মওসুমে পেয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে গেলেন কোহলি। আর ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১২.৫০ কোটি অর্থ বুঝে নিয়ে ২য় সর্বোচ্চ স্থানে আছেন।

আসুন, এক নজরে আসন্ন আইপিএল-৩, ২০১৬’য়ের শীর্ষ দশ দামি খেলোয়াড়দের নামগুলোতে একটু চোখ বুলিয়ে নেয়া যাক।

১. ভিরাট কোহলি (ব্যাঙ্গালোর) ১৫ কোটি রূপি
২. মহেন্দ্র সিং ধোনী (পুনে) ১২.৫০ কোটি রূপি
৩. শিখর ধাওয়ান (হায়দ্রাবাদ) ১২.৫০ কোটি রূপি
৪. রোহিত শর্মা (মুম্বাই) ১১.৫০ কোটি রূপি
৫. গৌতম গম্ভীর (কোলকাতা) ১০ কোটি রূপি
৬. কাইরন পোলার্ড (মুম্বাই) ৯.৭০ কোটি রূপি
৭. সুরেশ রায়না (রাজকোট) ৯.৫০ কোটি রূপি
৮. এবিডি ভিলিয়ার্স (ব্যাঙ্গালোর) ৯.৫০ কোটি রূপি
৯. ক্রিস গেইল (ব্যাঙ্গালোর) ৮.৪০ কোটি রূপি
১০. লাসিথ মালিঙ্গা (মুম্বাই) ৮.১০ কোটি রূপি

Tags: