জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়ে বাংলাদেশ জিতল প্রথম ওয়ানডে। এ ফরম্যাটে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও গড়েছে মাশরাফির দল। এর আগে ঢাকায় শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩২২ রান তাড়া করতে নেমে ৩৯.১ ওভারে ১৫২ রানেই অলআউট হয় শেভরনরা।
বল হাতে বাংলাদেশের সাইফউদ্দিন ৩টি, মাশরাফি ও মিরাজ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ব্যাট হাতে জিম্বাবুয়ের ওয়েসলি মাদভেরে ৩৫ ও তিনোতেন্দা মুতুমবোজি ২৪ রান করেন। ম্যাচসেরা নির্বাচিত হন অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলা লিটন কুমার দাস।
মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৩২১/৬ (৫০ ওভারে)
জিম্বাবুয়ে : ১৫২/১০ (৩৯.১ ওভারে)
ফল : বাংলাদেশ ১৬৯ রানে জয়ী।