কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ফেব্রুয়ারি) বিকালে বিএআরসি মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ হোসেনপুর উপজেলা সমিতি।
বৃত্তি প্রদানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা সমিতির সভাপতি মো.নূরুল আলম।
হোসেনপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো.খাদেমুল ইসলামের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমিতির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ভারপ্রাপ্ত সচিব শাহ্ মনসুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন, সমিতির সহ-সভাপতি ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. কফিল উদ্দিন খান, স্মরণিকা উপ-পরিষদের আহবায়ক ও সমিতির সহ-সভাপতি মো.জাকির হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী এ. কে.এম আবু রায়হান, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশনের সভাপতি মো.মাসুদ আলম, সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক ও স্মরণিকা উপ-পরিষদের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম আখন্দ প্রমুখ।