‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্য নিয়ে হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল কাসেম, উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম প্রমুখ।