muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ৩৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জে ৩৭ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম কাজল (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। 

বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের নগুয়া বটতলার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত কাজল ভৈরব উপজেলার চন্ডিদার গ্রামের মৃত আকরাম আলীর ছেলে। 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কাজল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ চা বাগান এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। 

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বটতলা মোড় এলাকায় মাদকের একটি বড় চালান বিক্রি হবে বলে গোপনে খবর পায় র‍্যাব। এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল কাজলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও জাল নোটসহ কাজলকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের চা বাগান এলাকা থেকে প্রথমে গাঁজাগুলো সংগ্রহ করে ট্রাকযোগে নিয়ে আসি। পরবর্তীতে বিভিন্ন মাদক কারবারির কাছে প্লাস্টিকের ব্যাগে এক কেজি করে গাঁজা বিক্রয় করার জন্য দেওয়া হয়। 

গ্রেপ্তারকৃত কাজলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা চলমান আছে বলে জানা যায়। এ ঘটনায় কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়। 

Tags: