muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

সেলফি শুধু আপনার মুখচ্ছবি নয়, নির্ণয় করা সম্ভব বহু বিষয়

snake selfie
লাইফস্টাইল ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে নিজেই নিজের ছবি বা সেলফি তোলার প্রবণতা দিন দিন যেন বেড়েই চলেছে। আর এ অবস্থায় গবেষকরা জানাচ্ছেন, সেলফি শুধু আপনার মুখচ্ছবি নয়, তা থেকে নির্ণয় করা সম্ভব আরও বহু বিষয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য হিন্দু।

সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলে সেলফি অত্যন্ত সমৃদ্ধ তথ্যের উৎস হতে পারে বলে মানছেন গবেষকরা। এজন্য অবশ্য সেলফিকে যথাযথভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। আর এর দক্ষতার ওপরই নির্ভর করছে আপনি কতোখানি তথ্য তা থেকে আহরণ করতে পারবেন।
সেলফি থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষের ধারণা পাওয়া যায়। বিভিন্ন শহরের সাংস্কৃতিক পার্থক্যও সহজে নির্ণয় করা যায় এতে। এছাড়া এক গবেষণায় সেলফি থেকেই নির্ণয় করা হয় বিভিন্ন শহরের মানুষের উপস্থাপনার ভঙ্গি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের সেলফি থেকে সুখী মানুষদের হার নির্ণয় করা হয়। এতে ইন্সটাগ্রামে প্রকাশিত দেড় লক্ষাধিক মানুষকে অন্তর্ভুক্ত করে তাদের মুখের হাসি থেকে সুখী মানুষদের নির্ণয় করা হয়। এতে লন্ডন, বার্লিন, সাও পাওলো, মস্কো ও ব্যাংককের মানুষদের সুখের মাত্রা নির্ণয় করা হয়। এতে লন্ডনের মানুষদের সেলফি তোলার ভিন্ন একটি ধাঁচের সন্ধান পাওয়া যায়, যেখানে তারা সাধারণত ১৫ ডিগ্রি কোনে সেলফি তোলে। অন্য জায়গার মানুষ সাধারণত গড়ে ২০ ডিগ্রি কোনে সেলফি তোলে। পাশাপাশি জানা যায়, লন্ডন শহরটিতে নারীরা পুরুষের তুলনায় দ্বিগুণ সেলফি তোলে।

সেলফি বিষয়ে সমারসেট হাউজের ডিরেক্টর অব এক্সিবিশন ক্লেয়ার ক্যাটেরল জানান, যেখানে ছবি তোলা হয় তা বিশ্লেষণ করলে বহু তথ্য জানা যায়। আর এ বিষয়টি সামনে রেখে তারা একটি গবেষণা প্রকল্পের আওতায় অনলাইনে পাওয়া অসংখ্য সেলফি বিশ্লেষণ করেন।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘সেলফির বিপুল সংখ্যাবৃদ্ধিতে বোঝা যায়, আমরা কিভাবে একটি সমাজের আওতায় আসছি। এমনকি গত পাঁচ বছরে আমাদের একে অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও বহু উদ্বেগজনক বিষয় দেখা দিচ্ছে এ কারণে।

Tags: