কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনার সনাতন ধর্মালম্বী বর্মণ সম্প্রদায়ের আয়োজনে ১৬ প্রহর ব্যাপী ৪র্থ বর্ষ শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব অনুষ্টিত। সদরের বর্মণ পাড়ার ডাক্তার হাটির স্বর্গীয় ডাঃ দেবেন্দ্র বর্মনের বাড়ীতে মহোৎসবে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে। রবিবার সন্ধায় যজ্ঞানুষ্ঠানের দ্বিতীয় দিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, দেশের দুরদুরান্ত থেকে নারী-পুরুষ ভক্ত বৃন্দের আগমনে অনুষ্ঠান স্থলে তিল ধারনের জায়গা নেই। এ সময় কথা হয় অনুষ্টান উদযাপন কমিটির সভাপতি শ্রী পূর্ণেন্দু বর্মণের সাথে তিনি জানান মহানাম যজ্ঞানুষ্ঠানটি ৪ বছর যাবত সকল ভক্তবৃন্দ, সমাজের সকল স্থরের (হিন্দু-মুসলমান) সম্প্রদায়ের লোকজন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, ইউপি চেয়ারম্যান সোহাগ মিয়া, ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিকের সার্বিক সহযোগীতায় শান্তিপুর্ন ও ঝাঁকজমক ভাবে অনুষ্টিত হয়ে আসছে। কমিটির সাধারন সম্পাদক শ্রী জিতেন্দ্র বর্মণ বলেন আমাদের এই অনুষ্টানে ভক্তবৃন্দের আগমনে উৎসবের আমেজ বিরাজ করে।