কিশোরগঞ্জ-১ (হোনেপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশের নারীরা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। আমি পৃথিবীর যেখানেই যাই মাথা উচু করে বলতে পারি, আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের নাগরিক।
রোববার (৮ মার্চ ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় কিশোরগঞ্জ-১ (হোনেপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য, প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নুর লিপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর এএসপি সার্কেল মোঃ সোনাহর আলী, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব শাজাহান পারভেজ প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে রোরবার সকাল ৯টায় তিনি উপজেলার গলাচিপা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকাল ১০টায় হোসেনপুর আর্দশ মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম (আইসিটি) ভবনের উদ্বোধন করেন। সকাল ১১টায় তিনি উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে একই দিনে মাধখলা ফাজিল মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান, পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলে উপজেলা সাহেবের চর নদী ভাঙ্গন কবলিত এলাকায় সুরক্ষা বাঁধ নির্মান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
দিন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং তাদের প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন আন্তরিকভাবে কাজ করা অঙ্গীকার করা হয়।