muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

২৬ মার্চ বাইরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ বাইরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। গণজমায়াতের ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি।

আজ বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ২৫ ও ২৬ মার্চে আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। অনুষ্ঠানগুলো সীমিত আকারে করা হবে। সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবেন। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ওখানে অতিথি থাকবেন সীমিত। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতাল ও জেলখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ দেশের সব বিভাগ ও জেলা উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় সিদ্ধান্ত জানাবেন। এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পিএম অফিস সিদ্ধান্ত নিলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলেও জানা তিনি।

Tags: