muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১২০ রানের টার্গেট ১৫.৪ ওভারেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। তাতে ৯ উইকেটের বড় জয় পায়। এই জয়ে সিরিজ জয়ও নিশ্চিত হয়। তাতে প্রথমবারের মতো বাংলাদেশ পায় তিন ফরম্যাটেই সিরিজ জয়ের সাফল্য। প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে। এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হল শেভরনরা।

ব্যাট হাতে বাংলাদেশের লিটন কুমার দাস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৪৫ বল খেলে ৮ চারে ৬০* রান করেন। তার সঙ্গে ১৬ বল খেলে ২ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন সৌম্য সরকার। নাঈম শেখ ৩৪ বলে ৩৩ রান করে ক্রিস্টোফার এমপফুর বলে আউট হন।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে তারা ১১৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বল হাতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ২৫ রান দিয়ে ২টি ও আল-আমিন হোসেন ২২ রান দিয়ে ২টি উইকেট নেন।

জিম্বাবুয়ের ব্রেন্ডান টেলরকে আউট করা যায়নি। তিনি ৪৮ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৯ রান করেন। ক্রেইগ আরভিন করেন ২৯ রান।

Tags: