কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে গনসচেতনতামূলক সভা করেছেন হোসেনপুর থানা পুলিশ।
১২ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস বিষয়ে সচেতনমূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন, হোসেনপুর থানার এস.আই রেজাউল করিম, আজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারের পূর্বে সাবান দিয়ে হাত-মুখ ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য ছাত্র-ছাত্রীদের আহবান জানান।