হোসেনপুর উপজেলা সদরে ঘরের তালা ভেঙ্গে দিনে দুপুরে চুরি হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে হোসেনপুর বাজারের হাজী বস্ত্রালয়ের মালিক মোশারফ হোসেন মিন্টুর বাসার তালা ভেঙ্গে চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
চোরেরা সুকেচের ড্রয়ার ভেঙ্গে বিশ হাজার নগদ টাকাসহ চার ভরি স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়।
হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হোসেনপুর থানার এস আই এনামুল হক জানায়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Tags: