মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বিশিষ্ট অর্থনীতিবিদ ও কৃষি উন্নয়ন গবেষক ড. মাহবুব হোসেনের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় গভর্নর বলেন,‘বিশিষ্ট শিক্ষাবিদ ব্রাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহবুব হোসেনের আকস্মিক মৃত্যুতে আমি এবং বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। দেশপ্রেমিক এই মনীষীর আকস্মিক অন্তর্ধানে আমি এক পরম অভিভাবককে হারালাম। তাঁর এ শূন্যতা কখনো পূরণ হবার নয়।’
বাংলাদেশে কৃষি অর্থনীতি গবেষণায় মাহবুব হোসেনের অবদানের কথা উল্লেখ করে আতিউর রহমান বলেন, তিনি বিআইডিএস-এ শুধু আমার একজন জ্যেষ্ঠ সহকর্মী ছিলেননা, ছিলেন আমার স্বদেশী উন্নয়ন গবেষণার একান্ত বিজ্ঞ পরামর্শক। বর্গাচাষীদের জন্য ঋণ কর্মসূচীটি প্রণয়ন ও বাস্তবায়নের সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের বর্গাচাষী ও কৃষি নীতিমালা প্রণয়নে তাঁর পরামর্শ ও অবদান আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবেন বলে তিনি উল্লেখ করেন।
গভর্নর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।