muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘প্রত্যেকটি পণ্যের যথেষ্ট মজুদ আছে, আতঙ্কের কিছু নেই’

করোনাভাইরাসের আতঙ্ক খুচরা বাজারের নিত্যপণ্যের ওপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তবে তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, ‘প্রত্যেকটি পণ্যের যথেষ্ট মজুদ আছে। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নাই। করোনার প্রভাবে আমাদের নিত্যপণ্যের আমদানি কমেনি।’

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত দু’দিনে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার পরপরই এই প্রভাব পড়েছে। মানুষ বেশি করে পণ্য কিনে প্যানিক সৃষ্টি করছে। তাই সাধারণ মানুষের প্রতি আহ্বান- অহেতুক বাজারে অস্থিরতা তৈরি করবেন না।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘রমজানকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আরও বেশি তেল, চিনি, ছোলা ও পেঁয়াজ বিক্রি শুরু করবে। মুজিববর্ষে ইতোমধ্যেই এগুলো বিক্রি শুরু হয়েছে।’

টিপু মুনশি বলেন, ‘ক্রেতারা বেশি পরিমাণ পণ্য কিনছে দেখে বাজারে অস্থরিতা সৃষ্টি হয়েছে। পাইকারি বাজারে দাম বাড়েনি। প্রত্যেকটি পণ্যের ২৫-৩০ শতাংশ মজুদ বেশি আছে। বৈশ্বিক সমস্যার পরও আমাদের সবকিছু সুদৃঢ় আছে।’

তিনি বলেন, সাধারণ মানুষদের জন্য মোটিভেশন ক্যাম্পেইন প্রয়োজন। মানুষ যদি সচেতন না হয় তাহলে লাখ লাখ খুচরা ব্যাবসায়ীর কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে।’

Tags: