কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যবসায়ীদের সাথে নিত্য পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০মার্চ) বিকালে উপজেলা পরিষদ হল রুমে জরুরী সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী দীপক চন্দ্র মোদক প্রমুখ।
সভায় ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।