করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশ ও দেশের বাইরে সমানভাবে বেড়ে চলেছে করোনার তাণ্ডব। দেশে করোনার সর্বশেষ পরিস্থিতি জানাতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘যারা বিদেশ থেকে আসছেন তারা দেয়াল টপকিয়ে পর্যন্ত পালাচ্ছেন। তারা কেন এটা করছে জানি না। কোয়ারেন্টিন খুব জরুরি। তারা এটা মেনে চললে আরও ১০ জন আক্রান্ত হবে না। তারা কেন এটা করছে জানি না। আপনারা যদি কোয়ারেন্টিনে থাকেন তাহলে আপনাদের পরিবারকেও আমরা রক্ষা করতে পারবো। রোগ নির্ণয় সহজ হবে।’
বিদেশ থেকে এখনও ফ্লাইট আসার বিষয়ে তিনি বলেন, ‘যে দুএকটি ফ্লাইট চালু রয়েছে আগামীতে সেটাও হয়তো বন্ধ করা হবে। তখন আর একজনও আক্রান্ত ব্যক্তি দেশে ঢুকতে পারবে না।’
মন্ত্রী বলেন, ‘দেশকে দেশের মানুষকে আপনারা ঝুঁকিতে ফেলবেন না। ইরান, কাতার, সৌদি আরব ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করলেও আমাদের কিন্তু বন্ধ হয়নি। আমরা সীমিত করতে বলেছি সেটাও হচ্ছে না। আপনার স্কুল-কলেজ ছুটির আবেদন জানিয়েছিলেন, বন্ধ ঘোষণার পর দেখা গেলো কক্সবাজার বিচ লোকে লোকারণ্য। এজন্য তো বন্ধ করা হচ্ছিল না। আমাদের নিজেদের সচেতন হতে হবে আগে।’