muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মৃত্যু

Kasim-pur-Central-Jail
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে যুদ্ধাপরাধের মামলার আসামি কক্সবাজারের মহেশখালীর মো. জিন্নাত আলী (৬৫) এবং চট্রগ্রাম বাঁশখালীর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আব্দুল গফুর (৪৫) মৃত্যুবরণ করেন।

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, আসামিদ্বয়ের বুকে ব্যথা হওয়ার খবর পেয়ে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। সোমবার মধ্যরাতে জিন্নাত আলী বুকে ব্যথার কথা জানালে তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আব্দুল গফুর বুকে ব্যথা অনুভব করলে তাকেও হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে মৃত্যু ঘটে।

কারা কর্মকর্তা আরও জানান, গত ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির দিনই জিন্নাতকে আটক করা হয়। এর পর গত পাঁচ মাস তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। জিন্নাতসহ কক্সবাজারের মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যা ১৯ জানুয়ারি আদালতে দাখিলের কথা রয়েছে।

আব্দুল গফুর স্ত্রী হত্যামামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ২০১২ সাল থেকেই এ কারাগারে বন্দি ছিলেন।

Tags: