বরগুনায় স্বামীর সাথে কথা-কাটাকাটি হওয়ায় অভিমান করে গর্জন বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের মেয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার দুপুরে বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের গর্জন বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের মেয়ে সাদিয়া আক্তার আত্মহত্যা করেছে। পরে তার মা অনেক ডাকাডাকি করে না পেয়ে মেয়ের রুমের দরজা বন্ধ দেখে পরে দরজা নক দিলে কোন সারা শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ফেলে রুমে মধ্যে ঢুকে দেখে ফ্যান এর সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
জানা যায়, গর্জন বুনিয়া এলাকার বারেক চৌকিদারের ছেলে মোঃ রিমন হোসেন সাথে সাদিয়া আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । এক পর্যায়ে তাদের বিয়ে হয়। পরে ৩ বছর কেটে যায়, এর মধ্যে অনেক কথা-কাটাকাটি হয় ছেলের সাথে। ছেলে রিমন হোসেন সাদিয়াকে তালাক দেওয়ার কথাও বলে অনেকবার হুমকি দিয়েছে।
গোপন সূত্রে জানা যায়, ছেলে রিমন নৌবাহিনীর চাকরি করা অবস্থায় নৌবাহিনীর ক্যাম্প থেকে অর্ডার ছাড়াই গোপনে সাদিয়াকে বিয়ে করে। রিমন চাকরির সুভতে চট্টগ্রাম থাকে। সেখানে বসে ফোনে সাদিয়ার সাথে কথা-কাটাকাটি হয়।
আরো জানা যায়, মৃত্যু সাদিয়ার এক বান্ধবী একটি ভিডিও ক্লিপ রিমন এর কাছে পাঠায়। পরে তা নিয়ে ভূল বুঝা বুঝিতে সাদিয়ার সাথে কথা-কাটাকাটি হয় এবং তখন সাদিয়াকে তালাক দেওয়ার হুমকি দেয় রিমন, সাদিয়া তালাক থেকে মুক্তি পেতে স্বামী রিমনের কাছে অনেক আকুতি মিনতি করেন। পরে রিমন জোরালো ভাবে রাগ হয়ে স্ত্রী মর্যাদা থেকে বঞ্চিত করে দেওয়ার কথা বলায়। সাদিয়া নিজেকে ঠিক রাখতে না পেরে কষ্টে নিজের রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়।
এ ব্যপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবির হোসেন বলেন, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।