করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের হার নিয়ন্ত্রণে পুরো কিশোরগঞ্জ জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আজ থেকে এ লকডাউন কার্যকর করা হবে।
আরও পড়ুন : কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬
বিজ্ঞপ্তিতে জেলায় যানবাহন, মানুষের চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করা হয়। এই সময়ের মধ্যে কেউ বাইরে থেকে কিশোরগঞ্জ জেলায় ঢুকতে বা সেখান থেকে বাইরে যেতে পারবেন না। চিকিৎসা ও জরুরি সেবা এই লকডাউনের আওতার বাইরে থাকবে। বিধি-নিষেধ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রয়োজন ব্যতীত সন্ধ্যার পর কেউ ঘরের বাহিরে থাকতে পারবে না বলেও নির্দেশনা জারি করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।