কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার উপজেলার হোসেন্দী এলাকার ওই ব্যক্তির করোনা পজেটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। এতে ওই ব্যক্তির পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টিনে রাখা সহ আশপাশের ১০-১২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলা প্রশাসন ওই গ্রামে গিয়ে ১০-১২টি বাড়ি লকডাউন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পজেটিভ হওয়ায় ওই ব্যক্তির পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও আশপাশের ১০-১২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয় হয়েছে।
করোনা পজেটিভ হওয়া ওই ব্যক্তি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।