কিশোরগঞ্জে করিমগঞ্জ পৌরসদরের বিল্লাল হোসেন সুমন (৩০) করোনায় আক্রান্তে মারা যায়নি। তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
১১ এপ্রিল ২০২০, শনিবার বিকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ এপ্রিল বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য সুমনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১০ এপ্রিল, শুক্রবার মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তার নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। নিহত বিল্লাল হোসেন সুমন পৌরসভার ৫নং ওয়ার্ডের হাজী হাবিবুর রহমান হাবু মেম্বারের ছোট ছেলে।
জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, বিল্লাল হোসেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে ৮ এপ্রিল বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে ১০ এপ্রিল, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সুমন কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।