কিশোরগঞ্জের মানুষ কিশোরই থেকে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ এপ্রিল) গণভবনে দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলার কার্যক্রম সমন্বয় করার লক্ষ্যে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জ জেলার সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ মন্তব্য করেন।
হাওর বিল খ্যাত কিশোরগঞ্জে ব্যাপক পরিমাণে ধান উৎপাদনের দিকটির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কিশোরগঞ্জে এত ধান হয়, সেখানে আধুনিক রাইস মিল আছে?’ এর জবাবে জেলা প্রশাসক এবং জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, না স্যার—না আপা।
আরও পড়ুন : করোনার নতুন হটস্পট কিশোরগঞ্জ!
এরপর জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘এখানে কোনো রাইস মিল নাই। আপনার বদন্যতায় ও রাষ্ট্রপতির চেষ্টায় যোগাযোগ ব্যবস্থা হইছে। এখন শিল্প গড়ে উঠবে। এখানে আমাদের এতদিন তো যোগাযোগ ব্যবস্থাই ছিল না।’
তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে তা না, আসলে সেটা না। ওই কিশোরগঞ্জের মানুষ কিশোরই থেকে গেছে। তারা চিন্তাই করে নাই যে, রাইস মিল লাগবে। ইউনিভার্সিটি করা, হাওরে মাছ ওঠে সেটার জন্য হ্যাচারি তৈরি করা, মাছ ধরে রাখা- এগুলো নাই। এ জন্যই বললাম, কিশোরগঞ্জ একদিকে কিশোর থেকে গেছে, ওদিকে আবার দেখা গেল, কিশোরগঞ্জ তো রাষ্ট্রপতির জেলা।’
আরও পড়ুন : কিশোরগঞ্জে করোনারোধে কাঁচাবাজার খোলা মাঠে
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কিশোরগঞ্জ থেকেই স্বাধীনতাযুদ্ধ চলাকালীন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্ব নিলেন। এরপর জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি। আবদুল হামিদ সাহেব রাষ্ট্রপতি। মানে কিশোরগঞ্জ তো রাষ্ট্রপতির জেলা। সে জন্য কিশোরগঞ্জ মনে করে, আমরা তো রাষ্ট্রপতি। এটাও আবার একটা বিষয় আছে। এই জন্যই মনে হয় কিছুই হয় না।’
পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার মনে হয়, ওখানে অনেক ব্যবসায়ী আছে। একটা আধুনিক রাইস মিল যদি করা যায়, তাহলে কৃষকরা যত ধান পাবে, আমরাও সেই ফসল রাখতে পারব। তাছাড়া আপনারা জানেন যে, কয়েকটা নতুন সাইলো (ধান সংরক্ষণাগার) তৈরি করছি। যেমন সান্তাহারে আমরা করেছি। যার ফলে তিন বছর পর্যন্ত চাল সেখানে ভালো থাকবে। সেখানে সিলিং সিস্টেম আছে। কিশোরগঞ্জের মাছ, চাল- এগুলো দিয়েই তো মানুষ অনেক অর্থশালী, সম্পদশালী হয়ে যাবে।’
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ প্রান্ত থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের কামরুল হাসান শাহজাহান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।