muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মালয়েশিয়ায় হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানিতে বাংলাদেশের সম্মতি

সারাবিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানিতে নিষেধাজ্ঞা শিথিল করে মালয়েশিয়ায় পাঠানোর ছাড়পত্র দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওষুধটি রফতানি করার অনুরোধ জানায় মালয়েশিয়া। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, মালয়েশিয়া তাদের দেশে করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনে এ ওষুধটি বাংলাদেশের কাছে চেয়েছে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা এক পত্রে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসেন বাংলাদেশের কাছে ওষুধ চেয়ে অনুরোধ জানান। চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র দেয়।

জানা গেছে, বাংলাদেশে ইনসেপ্টা, স্কয়ার, ডেল্টাসহ বেশ কয়েকটি কোম্পানি এই ওষুধ তৈরি করছে। দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণে এ ওষুধ মজুত রয়েছে, পাশাপাশি নতুন করে উৎপাদনও বাড়ানো হয়েছে।

Tags: