কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ২৫ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।
রোববার (১৯ এপ্রিল) পাঠানো ১০১ জনের নমুনার মধ্যে ৬ জনের নমুনা বাতিল হওয়ায় ৯৫ জনের রিপোর্ট বুধবার (২২ এপ্রিল) পাওয়া যায়। এতে ২৫ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।
ফলে এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৬৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক শিশুসহ তিনজন মারা যাওয়া ব্যক্তি রয়েছে। তিনজনেরই মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।
বুধবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি মুক্তিযোদ্ধার কণ্ঠকে নিশ্চিত করেছেন।