muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

গণস্বাস্থ্যের কিটের ফলাফল ‘ওয়ান্ডারফুল’, কাল হস্তান্তর

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের ফলাফল ‘ওয়ান্ডারফুল’ বলে মন্তব্য করেছেন এর টাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি শুক্রবার সন্ধ্যায় বলেন, আক্রান্ত রোগীর রক্ত দিয়ে কিট পরীক্ষা করা হয়েছে। ফলাফল ওয়ান্ডারফুল। সবকিছু ঠিক থাকলে শনিবার সকালে সরকারকে কিট হস্তান্তর করা হবে আনুষ্ঠানিকভাবে।

তিনি বলেন, বৃহস্পতিবার গণস্বাস্থ্যকে করোনা রোগীর রক্ত সরবরাহ করা হয়। আমাদের উদ্ভাবিত কিট পরীক্ষায়ও যার ফলাফল পজেটিভ পাওয়া যায়। 

এর আগে মঙ্গলবার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী সহযোগিতা করলেও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করছে না। প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরে গণস্বাস্থ্যের প্রতিনিধি বসে থাকলেও তাদের করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা দেওয়া হচ্ছে না। 

তিনি বলেন, পরে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হলে রক্ত সংগ্রহের অনুমতি দেওয়া হয়।

Tags: