কিশোরগঞ্জে প্রথমবারের মত একজন ব্যক্তি করোনা জয় করে বাড়ি ফিরেছেন। আব্দুর রশীদ নামের ওই ব্যক্তি জেলার ইটনা উপজেলার বেতেগা গ্রামের বাসিন্দা।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আটদিন আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ শনিবার (২৫ এপ্রিল) সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ হাসপাতালে আরো ২৮ জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে রয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ এপ্রিল আব্দুর রশিদের নমুনা সংগ্রহ করে ১০ এপ্রিল পাওয়া রির্পোটে তার কোভিড-১৯ পজেটিভ আসে। আইসোলেশনে থাকার পরে পর পর তার দুটি নমুনা পরিক্ষা করে রির্পোট নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।