muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট সরকারের কাছে হস্তান্তর

‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ প্রকল্পের আওতায় উদ্ভাবিত করোনাভাইরাসজনিত কভিড-১৯ টেস্ট পদ্ধতির স্যাম্পল সরকারের কাছে হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার  সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে নমুনা হস্তান্তর অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত অনুমতির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই স্যাম্পল হস্তান্তর করল গণস্বাস্থ্য কেন্দ্র। ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ প্রকল্পের আওতায় উদ্ভাবিত কভিড-১৯ টেস্ট পদ্ধতির এ স্যাম্পল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি’কেও দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

গত ৫ এপ্রিল চীন থেকে রিএজেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা জিআর ‘কভিড-১৯ ডট ব্লোট’-এর স্যাম্পল তৈরির কাজ শুরু করেন। এ উদ্ভাবনে রয়েছে ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী।  প্রথম ধাপে চীন থেকে আসা রিএজেন্ট দিয়ে আপাতত ১০ হাজার স্যাম্পল তৈরির কাজ শেষ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

স্যাম্পলগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল আইসিডিডিআরবিসহ দশটি প্রতিষ্ঠানের হাতে স্যাম্পল তুলে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা।

নমুনা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শিল, কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকারসহ অন্য বিজ্ঞানীরা।

Tags: