কিশোরগঞ্জে টিসিবির পণ্য কিনতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ কেউ মানছেন না ক্রেতারা।
বাজার স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যে চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুর বিক্রির জন্য ভ্যানগাড়িতে করে নির্দিষ্ট স্থানে টিসিবির পণ্য বিক্রয় শুরু করে সরকার।
সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এসব স্থানে বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করা হয়। কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে নিয়ম মানছেন না কেউ।
এদিকে, টিসিবি ও খাদ্য বিভাগের ন্যায্যমূল্যের এসব পণ্যের মধ্যে দ্রুত সময়ে শেষ হয়েছে আটা। টিসিবিতে চিনি ৫০ টাকা, মুশুর ডাল ৫০ টাকা, খেজুর ১২০ টাকা, ৫ লিটার সয়াবিন ৪০০ টাকা ও ছোলা ৬০ টাকা কেজিতে বিক্রি করছেন। বাজার মূল্যের চেয়ে টিসিবির বিক্রিত পণ্যের দাম কম হওয়াতে ভিড় রয়েছে সবখানেই।
এ সময় নিরাপদ সামাজিক দূরত্ব বজায় না রাখা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘লাইনে কি আমি একা আছি। এখানে গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত অনেক মানুষ দাঁড়িয়েছে। তারা তো কোন নিয়ম মানছে না।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক ও টিসিবি পণ্য বিক্রয়ের তদারককারী কর্মকর্তা হৃদয় রঞ্জন বণিক জানান, উল্লেখিত পণ্য বিক্রয়ে কে কার কথা রাখে। ফলে সামাজিক দূরত্ব শুধুমাত্র কাগজে কলমে।