কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার কেজি ভেজাল গুঁড়া মসলা জব্দ করেছে র্যাব। মঙ্গলবার (২৮ এপ্রিল) শহরের রানীর বাজারের লোহাপট্টি এলাকায় একটি মসলা মিলে অভিযান চালিয়ে এসব ভেজাল মসলা জব্দ করা হয়।
এ সময় মিল মালিক আলমগীর মিয়া ও মসলার পাইকার আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৪ লক্ষ টাকা জরিমানাসহ মসলা ধ্বংস করে কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের উপ-অধিনায়ক চন্দন দেবনাথ মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, সিঁদুরের রং, চালের গুঁড়া আর কিছু পচা কাঁচা মরিচ শুকিয়ে মিশিয়ে এ কারখানায় তৈরি হচ্ছিল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়ায়ও মেশানো হচ্ছিল রং ও ডাল। আর ধনিয়ার সঙ্গে চালের কুঁড়া। এসব ভেজাল গুঁড়া মসলা এ চক্রটি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।