muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ফটোসেশন নয়, কৃষকদের ধান কাটার মেশিন দিলেন নূর মোহাম্মদ

করোনাভাইরাসের প্রভাবে চারিদিকে শ্রমিক সংকট। সবখানেই এখন জনপ্রতিনিধিদের ধান কাটার ছবি নিয়ে আলোচনা-সমালোচনা। হুট করে গাড়ি থেকে নেমেই কৃষকদের সঙ্গে ধান কাটার খবরও ভাইরাল হয়েছে। এতে কৃষকরা কতটুকু উপকার পাচ্ছেন তা অনুমেয়ই। তবে অন্য এমপিদের পথে হাঁটেননি কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি নূর মোহাম্মদ। সংসদীয় এলাকার কৃষকদের সুবিধার্থে তিনি ধান কাটার হার্ভেস্টার মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কটিয়াদী উপজেলার চাতল গ্রামে কৃষকদের মাঝে হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন তিনি।

এ সময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকতারুন নেছা, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: