muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে মুক্তি পেলেন ২৪ বন্দি

করোনা উদ্ভূত পরিস্থিতিতে দেশের কারাগারগুলো থেকে কম সাজাপ্রাপ্ত অপরাধীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুই ধাপে কিশোরগঞ্জ থেকে ২৪ বন্দি মুক্তি পেলেন।

আজ রোববার (৩ মে) রাতে কিশোরগঞ্জ জেল সুপার মো. বজলুর রশীদ জানান, এর আগে ছয় সদস‌্যের একটি কমিটির মাধ‌্যমে ৩১৫ জন কারাবন্দির নামের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ থেকে বিশেষ ক্ষমায় দুই ধাপে ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম ধাপে শনিবার পাঁচজন আসামির সাজা মওকুফের নির্দেশনা আসার পর সেইদিনই তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি জানান, আজকে সন্ধ‌্যায় দ্বিতীয় ধাপে আরও ১৯ জনের সাজা মওকুফের আদেশ আসে। রাত সাড়ে ৮টা পর্যন্ত সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ‌্যে তিনজন ময়মনসিংহ কারাগারের আসামি ছিলেন।

সর্বোচ্চ এক বছর পর্যন্ত লঘুদণ্ডে দণ্ডিত সাজাভোগরত কয়েদিদের মুক্তি দেওয়ার লক্ষ্যে তাদের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছে সরকার।

Tags: