বিনোদন ডেস্কঃ স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধাদেশ কাটিয়ে ক্রিকেটে ফেরা মোহাম্মদ আসিফ এবং সাবেক অধিনায়ক সালমান বাট পুনরায় জাতীয় দলে ফিরলে পদত্যাগের হুমকি দিলেন পাকিস্তান টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদি।
কলংকিত এ দুই খেলোয়াড় অব্যাহতভাবে পাকিস্তান দলের সমালোচনা করায় এমন হুমকি দিয়েছেন আফ্রিদি।
আফ্রিদি বলেন, আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলে তারা জায়গা পেয়েছেন এবং নিজেদের ভাল পারফরমেন্সের বিষয়েও দুজনেই আশাবাদী ছিলেন। তবে কোন খেলোয়াড় ক্লাব পর্যায়ে ভুল করলে তারপর বিশ্ব পর্যায়ে তারা আর ভাল করতে পারে না।
আসন্ন সফরে জিততে হলে তাদের ব্যাটিং ব্যর্থতা এড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ব্যাটিং ব্যর্থতা এড়ানোর পাশাপাশি নিজ দলকে ভাল পার্টনারশীপ গড়ার উপড় জোর দেন তিনি।
দলের বোলিং বিভাগ সম্পর্কে এই পাওয়ার হিটার ব্যাটসম্যান বলেন, গত কয়েক ম্যাচের মত বোলারদের সেরাটা উজাড় করে দিতে হবে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে তারা কাজ করছেন।
এ ছাড়াও ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছার যোগ্যতা দলের রয়েছে বলেও মনে করছেন তিনি।