করোনাভাইরাস বিস্তাররোধে কারাগারগুলোতে ভিড় কমাতে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত আরো ২১৭ জন বন্দিকে মুক্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (০৯ মে) রাত পৌনে ৮ টার কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, আমরা তালিকা করে ৩১৫ জন বন্দির তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করে আজ সন্ধ্যায় স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২১৭ জন বন্দির মুক্তির আদেশ দেন। এর আগেও একেই আদেশে আমরা ২৪ জন বন্দিকে মুক্তি দিয়েছি। এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মোট ২৪১ জন বন্দি মুক্তি পেয়েছে।