কিশোরগঞ্জে নিজেদের জ্বিনের বাদশা দাবি করা দুই প্রতারককে আটক করেছে র্যাব। রোববার (১০ মে) দুপুরে শহরের গাইটাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ি ভবানিপুরের ফজলুল হক বাবুর ছেলে জয়নাল আবেদীন (৩২) ও একই জেলার গোবিন্দগঞ্জের গোপিনাথপুরের আবুল হোসেনের ছেলে মতিউর রহমান (৪০)। তাদের কাছ থেকে নকল তিনটি স্বর্ণের মূর্তিও উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম শোভন খান মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেদের জ্বিনের বাদশা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে স্বর্ণের মূর্তি দেয়ার কথা বলে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিল। শহরের বগাদিয়া এলাকার বাসিন্দা সোহাগ মিয়া নামে এক যুবককে ফাঁদে ফেলে তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয় ওই দুই প্রতারক। আরও টাকা দেয়ার জন্য তাকে চাপ দিলে সে বিষয়টি র্যাবকে জানায়। পরে দুপুরে তাদের আটক করা হয়।