সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে ১০ মে থেকে দেশের সকল ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে কিশোরগঞ্জের সকল ব্যবসায় প্রতিষ্ঠান ও বিপণিবিতান পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষের সাথে জেলা চেম্বার অব কর্মাস এবং সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ১৩ মে থেকে ৩০ মে পর্যন্ত পুনরায় আগের মত ওষুধের দোকান ও মুদির দোকান ছাড়া সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি মুজিবুর রহমান বেলাল মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, প্রতিদিন করোনা রোগী বাড়ছে। এই অবস্থায় আমরা কোন ভাবেই ব্যবসায় প্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। জনস্বার্থের কথা চিন্তা করে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার ও ফার্মেসী যথারীতি খোলা থাকবে।