স্পোর্টস ডেস্কঃ সবকিছু ঠিকঠাক থাকলে ১১ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে আফ্রিকান দলটি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
দলে ফিরেছেন ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও বামহাতি সিমার ব্রিয়ান ভিটোরি।
চলমান আফগানিস্তানের বিপক্ষের সিরিজে ইনজুরির কারণে খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে শেন উইলিয়ামসকে। দল থেকে বাদ পরেছেন তিনাশে পানিয়াঙ্গারা ও ক্রেইগ আরভিন। অবশ্য আরভিন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আফগানিস্তানের বিপক্ষে পানিয়াঙ্গারা দলে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি তার।
সিবান্দা ২০১৫ সালের জুলাইয়ের পর থেকে জিম্বাবুয়ে দলের হয়ে খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তার ভালো পারফরম্যান্স এর কারণে তাকে দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড : এল্টন চিগম্বুরা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাদজিবা, মুজারাবানি, তেন্দাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রিয়ান ভেটোরি।