কিশোরগঞ্জের ভৈরবে অভিনব পদ্ধতিতে বালিশের ভেতর লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (১৬ মে) ভোরে পৌরশহরের কালীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হান্নান মিয়া (৩২) কালীপুর উওরপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে ও শামীম মিয়া (৩১) একই এলাকার গেদু মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল কালীপুর উওরপাড়ার হান্নান মিয়ার বসত বাড়িতে অভিযান চালায়। অভিযানে অভিনব পদ্ধতিতে বালিশের ভেতর লুকিয়ে রাখা বালিশ ভর্তি ৩ কেজি গাঁজা ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯২ হাজার ৪০০ টাকা।
এছাড়াও পৃথক অভিযানে দুপুরে রানীর বাজার এলাকায় মেসার্স সিদ্দিকুর রহমান ফ্যাক্টরীতে অনুমতিবিহীন মোড়কজাত করা ৬০০ লিটার সয়াবিন তৈল, ১০০০ হাজার কেজি ময়দা ও ১১২৫ কেজি লবন জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফ্যাক্টরিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।