muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কামরুন-মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ

ঈদের আনন্দকে ভাগাবাগি করতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ। কিশোরগঞ্জ সদরে ১২৩৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ এর ট্রাস্টের প্রধান কার্যালয়ে, বৃহস্পতিবার (২১ মে )  সমাজের পিছিয়ে পরা অসহায় মানুষের মাঝে ঈদুল ফিতরের প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ১২০টি পরিবারে মাঝে ঈদের দিন রান্না করার প্রয়োজনীয় উপকরণ-পোলাওচাল, তেল, লবণ, পেয়াঁজ, সেমাই, চিনি, নুডলস, দুধ, কিসমিস ইত্যাদি বিতরণ করা হয়।

 এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা: মহিউদ্দিন আহমেদ, সেক্রেটারি জেনারেল মো: রুহুল আমীন, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ভূঁইয়া, শিক্ষক হুসেন আলী, সদস্য জিয়াউল হক বাতেন, মুছলেহ উদ্দিন, ডা: মাহফুজা আক্তার, আসাদুজ্জামান রুমেল, মো: মিনহাজুল ইসলাম সজিব প্রমুখ। 

উল্লেখ্য, ১৮ এপ্রিল করোনা সমস্যা জনিত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, ১ মে মহান মে দিবসে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

Tags: