মোবাইল ফোনে মেসেজ পেয়ে অসহায় ৬ পরিবারের বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ।
সোমবার (২৫ মে) ঈদের দিন সকালে জেলা শিল্পকলা একাডেমির অদূরে একটি এলাকার ৬টি পরিবারের বাড়িতে কোন খাবার ছিলনা। মোবাইল ফোনে একটি মেসেজের সূত্র ধরে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সেখানে চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও মিষ্টি কুমড়া নিয়ে হাজির হন তিনি।
এসময় কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও মাহামুদুল হাসান তার সাথে ছিলেন।
আরও পড়ুন : ২৭০ বছরের ইতিহাস ভেঙ্গে নীরব শোলাকিয়া
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, ‘ঈদের জামাত শেষ করতে না করতেই একটি মেসেজের মাধ্যমে জানতে পারি ৬টি পরিবারে বিশেষ এ দিনে রান্না করার কোন ব্যবস্থা নেই। বিষয়টি জানার পর নিজের কাছে খুবই খারাপ লাগল। পরে ডিসি স্যারের সম্মতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল হতে প্রত্যেককে ২০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১টি মিষ্টি কুমড়া, এক প্যাক সেমাই ও ১টি করে মাস্ক দিয়ে আসি। উপহার পাওয়ার পর তাদের সুখের হাসি দেখে এত সীমাবদ্ধতার পরও এ বছরের ঈদটাতে কিছুটা হলেও প্রশান্তি পেলাম।’