প্রতিপক্ষের মাঠে রোববার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আতলেতিকোকে এগিয়ে দেন আন্তোনি গ্রিজমান। খুব কাছ থেকে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার।
এবারের লা লিগায় গ্রিজমানের এটা দশম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্দশ।
বদলি নামা বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাসকো ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয়টাও নিশ্চিত করে ফেলেন। এরই সঙ্গে বার্সেলোনাকে সরিয়ে আতলেতিকোর শীর্ষে ওঠাও নিশ্চিত হয়ে যায়।
শনিবার গ্রানাদাকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
১৯ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তবে লুইস এনরিকের দল এক ম্যাচ কম খেলেছে।
আতলেতিকোর সমান ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/11-01-2016/মইনুল হোসেন