muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পিসিআর ল্যাব বসল কিশোরগঞ্জে

কিশোরগঞ্জে করোনাভাইরাস শনাক্ত করার নিমিত্তে ‘রিয়াল টাইম পলিমারেস চেইন রিঅ্যাকশন’ (আরটি-পিসিআর) ল্যাব স্থাপন করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত এ ল্যাবটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এতে করে এখন থেকে কিশোরগঞ্জেই করোনার নমুনা পরীক্ষা হবে। ল্যাবটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে। প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ-তিনগুণও করা যাবে।

ল্যাবটি চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান। এসময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সৈয়দ মঞ্জুরুল হক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক প্রমুখ ছাড়াও মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

করোনার হটস্পট হিসেবে ঘোষণা করা কিশোরগঞ্জে এ পর্যন্ত ৩২৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১০ জন।

Tags: