আশরাফ আলী (কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের হোসেনপুরের পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আতœসাতের অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো.নাজমুল আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা বাবদ ও বিনামুল্যে বই বিতরনকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করেছেন।
প্রধান শিক্ষক এসব টাকা ব্যাংকে জমা না দিয়ে বিভিন্ন বিল ভাউচার দেখিয়ে টাকা খরচ করছেন। এছাড়াও বিদ্যালয়ের সাবেক সভাপতি আরজুল ইসলামকে ম্যানেজ করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর উদ্দিন আহাম্মদ প্রধান শিক্ষক হিসেব্ নিয়োগপ্রাপ্ত হন। তিনি প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার পর থেকে লক্ষ লক্ষ টাকা আত্নসাত করছেন।
অভিযোগ রয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি প্রধান শিক্ষক কর্তৃক মনপোত না হওয়াতে তিনি নির্বাচিত কমিটিকে অসহযোগিতা করেন। ফলে মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শক ঢাকা বোর্ডে দাখিলকৃত কমিটি অনুমোদন না দিয়ে তা বাতিল করে এডহক কমিটি গঠন করার আদেশ দেন। বর্তমান ম্যানেজিং কমিটির প্রস্তাবিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক ছাত্রলীগ নেতা মো.হাবিবুর রহমান মিন্টু সে আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করেন। এতে বিদ্যালয়ের কোন কমিটি না থাকায় প্রধান শিক্ষক নিজ ক্ষমতাবলে নানা অনিয়মের সাথে জড়িয়ে গেছেন বলে অভিযোগ এনে তার প্রতিকারের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন আহাম্মদ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০১-২০১৬ইং/মইনুল হোসেন