muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে শুরু হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট

Kishoreganj, Press Confarence Picture - 2
মোঃ আশরাফ আলী (কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জে শুরু হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম টি টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট। আগামী ১৬ জানুয়ারী স্থানীয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জন প্রশাসন মন্ত্রি সৈয়দ আশরাফুল ইসলাম এবং টুর্ণামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি নাজমুল হাসান পাপন।

স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নিজ জেলা কিশোরগঞ্জে টুর্ণামেন্টের আয়োজন করছে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড। এ উপলক্ষে আজ (সোমবার) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের হলরুমে সংগঠনটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি সৈয়দ আশফাকুুল ইসলাম টিটু।

লিখিত বক্তব্যে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ১২ টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে প্রথম পর্যায়ে ৪ টি গ্রুপে ও পরে ৮ টি দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেড় লাখ টাকা করে প্রাইজমানি দেয়া হবে।

তিনি আরো বলেন, জেলার ক্রিকেট অঙ্গনে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনা এবং জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরীর লক্ষ্যে প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। টুর্নামেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটাররা অংশগ্রহন করতে পারবেন। বানিজ্যিক প্রতিষ্ঠান গাজী টায়ার টুর্নামেন্টের স্পন্সর হিসেবে থাকছে।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহমুদ পারভেজ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক এম.এ কব্বীহ পারভেজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি না থাকায় ২০১০ সালে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেটের পর থেকে আর কোন লীগ বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন পর ক্রিকেট টুর্নামেন্টের আয়েজন হওয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে জেলার ক্রিকেট খেলোয়াড়দের মাঝে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০১-২০১৬ইং/মইনুল হোসেন

Tags: