muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মার্চ মাসের শেষদিকে সারা দেশে শুরু হচ্ছে ইউপি নির্বাচন

election
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের ভোট ধাপে ধাপে করা হবে।

মার্চ মাসের শেষদিকে নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের ভোট।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, মার্চের শেষ দিকে ইউপি নির্বাচন করতে হবে আমাদের। এ লক্ষ্যে যথাসময়ে তফসিল (ফেব্রুয়ারিতে) দিতে হবে। নির্বাচনী বিধি ও আচরণবিধি চূড়ান্ত করে তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

দলীয়ভাবে পৌরসভা ভোটের পর এবার দলভিত্তিক ইউপি নির্বাচন করতে যাচ্ছে ইসি। গত নভেম্বরে এ সংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে।
শাহনেওয়াজ বলেন, আইন অনুযায়ী কেবল চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হবে। চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেবে দল। বাকিদের স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

Tags: