করোনাভাইরাস পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত দেশের প্রতিটি উপজেলায় টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা চালু রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সচিব ও টিসিবি চেয়ারম্যানকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে চলতি মাসের ৩ তারিখে হাইকোর্টের এক ভার্চুয়াল বেঞ্চে টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রি করার নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং টিসিবির চেয়ারম্যানকে ৭ দিনের সময় দিয়েছিলেন। একই সাথে আজ লিখিত আকারে তাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আদালতকে জানানোর নির্দেশ দেন।
সেই আদেশের ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য আগামী ১৮ জুন পর্যন্ত বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আজ টিসিবি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আইনজীবী ব্যারিস্টার তাপস বল পণ্য বিক্রির পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত একটি এফিডেভিট ইন কমপ্লায়েন্স দাখিল করেছেন। কিন্তু আবেদনকারী আইনজীবী বিষয়টিতে আপত্তি তোলেন। যার ভিত্তিতে করোনা শেষ না হওয়া পর্যন্ত উপজেলা পর্যায়ে বিক্রি চলমান রাখতে টিসিবিকে নির্দেশ দিয়েছেন আদালত।